দক্ষিণ ভারতের পূর্ববাহিনী নদীগুলির মোহনায় বদ্বীপ গঠিত হয়েছে কেন?
দক্ষিণ ভারতের মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, নদীর মোহনায় ক্ষুদ্রাকৃতি বদ্বীপ গঠিত হয়েছে। কারণ-
নদীর দৈর্ঘ্য: দক্ষিণ ভারতের পূর্ববাহিনী নদীগুলির দৈর্ঘ্য ও অববাহিকার ক্ষেত্রফল বেশি হওয়ায় যথেষ্ট পলি সৃষ্টি করে।
নদীর ঢাল: নিম্নপ্রবাহে নদীর ঢাল কম হওয়ায় মোহনায় পলি সঞ্চয় হতে পারে।
মোহনার প্রকৃতি: বঙ্গোপসাগরের উপকূল অংশ অত্যন্ত মৃদু ঢালু হওয়ায় নদীবাহিত সমস্ত পলি মোহনায় সঞ্চিত হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন for "দক্ষিণ ভারতের পূর্ববাহিনী নদীগুলির মোহনায় বদ্বীপ গঠিত হয়েছে কেন?"