ভারতের পশ্চিমবাহিনী নদী মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন ব্যাখ্যা করো। অথবা, ভারতের পশ্চিমবাহিনী নদীগুলির মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন? অথবা, নর্মদা ও তাপ্তি নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন?
ভারতের পশ্চিমবাহিনী নর্মদা ও তাপ্তি নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি, কারণ-
অববাহিকা ক্ষুদ্র: বেশিরভাগ পশ্চিমবাহিনী নদীর দৈর্ঘ্য ও অববাহিকা তুলনামূলকভাবে কম হওয়ায় এদের জলে পলি কম থাকে। তাপ্তি ও নর্মদা তুলনামূলকভাবে বড়ো নদী হলেও মোহনার কাছে এদের স্রোতের বেগ বেশি হওয়ায় এদের মোহনায় খুব বেশি পরিমাণ পলি সঞ্চিত হতে পারে না।
উপনদী কম: পশ্চিমবাহিনী নদীগুলির উপনদীর সংখ্যা কম হওয়ায় মোট জলের পরিমাণ এবং সঞ্চয়যোগ্য পলির পরিমাণ কম হয়। পশ্চিমবাহিনী নদীগুলির মোহনা খাড়া ঢালে সমুদ্রে মিশেছে বলে পলি সঞ্চিত হতে পারে না।
পলি কম: মোহনার ঢাল খুব বেশি। দক্ষিণ ভারতের পশ্চিমবাহিনী নদীগুলি কঠিন শিলার ওপর দিয়ে প্রবাহিত হয় বলে, এইসব নদীর জলে পলি, বালি প্রভৃতির পরিমাণ কম, তাই মোহনায় সঞ্চয়ের পরিমাণও কম। এই সমস্ত কারণে দক্ষিণ ভারতের পশ্চিমবাহিনী নদীগুলির মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি।
একটি মন্তব্য পোস্ট করুন for "ভারতের পশ্চিমবাহিনী নদী মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন ব্যাখ্যা করো। অথবা, ভারতের পশ্চিমবাহিনী নদীগুলির মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন? অথবা, নর্মদা ও তাপ্তি নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন?"