মুখ্য জোয়ার ও গৌণ জোয়ার কাকে বলে?


মুখ্য জোয়ার কাকে বলে?

আবর্তনের সময় পৃথিবীর যে অংশ চন্দ্রের সর্বাপেক্ষা নিকটবর্তী হয়, সেই স্থানে চন্দ্রের মাধ্যাকর্ষণ বলের প্রভাব সর্বাধিক হয়। ফলে ওই স্থানে যে প্রবল জোয়ারের সৃষ্টি হয় তাকে মুখ্য জোয়ার বলে। মূলত চন্দ্রের আকর্ষণে মুখ্য জোয়ার সৃষ্টি হয় বলে একে চান্দ্র জোয়ারও বলে।


গৌণ জোয়ার কাকে বলে?

পৃথিবীর যে অংশে চন্দ্রের আকর্ষণ বল অধিক কার্যকরী তার ঠিক বিপরীত দিকে (প্রতিপাদ স্থানে) কেন্দ্রাতিগ শক্তির প্রভাবে যে জোয়ারের সৃষ্টি হয়, তাকে গৌণ জোয়ার বলে। অর্থাৎ মুখ্য জোয়ার যে স্থানে সংঘটিত হয় তার প্রতিপাদ স্থানে গৌণ জোয়ার হয়। গৌণ জোয়ার অপেক্ষা মুখ্য জোয়ারের প্রাবল্য বেশি।

একটি মন্তব্য পোস্ট করুন for "মুখ্য জোয়ার ও গৌণ জোয়ার কাকে বলে?"