ইতিহাসে লীলা নাগ স্মরণীয় কেন? অথবা, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে লীলা নাগ (রায়)-এর অবদান উল্লেখ করো।
বিশ শতকে ভারত তথা বাংলায় জাতীয় মুক্তিসংগ্রামে এক নতুন ধারা সংযোজিত হয়। বঙ্গভঙ্গবিরোধী স্বদেশি আন্দোলনের পরবর্তী পর্যায়ে বাংলায় বিপ্লববাদের সূচনা হয়। সশস্ত্র বিপ্লবী আন্দোলনে বাংলার নারীসমাজ বীরদর্পে এগিয়ে আসতে থাকে।…